দীর্ঘদিন পর আবারও ঢাকার মঞ্চে আসছে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’। মনোজ মিত্রের রচনায় ও কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় এটি ছিলো দলের ১৫তম প্রযোজনা।
সমাজে রাজনীতির নামে সুবিধা বঞ্চিত মানুষকে ঠকানো হচ্ছে- বিষয়কে উপজীব্য করে নাটক তৈরি করা হয়েছে। নাটকে আরও দেখানো হয়েছে, সমাজে কিছু প্রভাবশালী মানুষ আছে যারা নিয়মিত অপরাধ করে আর সেই অপরাধের দোষ এসে পড়ে সুবিধাবঞ্চিত মানুষের ওপর।
‘কিনু কাহারের থেটার’ আগামী ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
নাটকটির বিভিন্ন আরও অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম, জয়িতা মহলানবিশ, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, বিলকিস জাহান জবা, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, ফুয়াদ বিন ইদ্রিস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৬
টিএস/এসও