শুরু হয়েছে ঈদের নাটকের তোড়জোড়। প্রথম সারির অভিনয়শিল্পীরা ব্যস্ত শুটিং নিয়ে।
বাংলানিউজের সঙ্গে আলাপে সোমবার (১৫ আগস্ট) জ্যোতি বলেন, ‘প্রথমবার দার্জিলিংয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা। তবে কাজের চাপে ও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রতিদিন ভোরবেলা কাজ শুরু করতে হয়েছে। ’
জ্যোতি জানান, তার অভিনীত এ তিনটি নাটকের মধ্যে দুটির পরিচালক নিমা রহমান। এগুলো হলো- ‘কাঞ্চনজংঘা ভিউ পয়েন্ট’ ও ‘অংশীদার’। এগুলোর চিত্রনাট্য লিখেছেন শ্যামল ভাদুড়ি। এতে জ্যোতির সহশিল্পী হিসেবে আছেন তারিক আনাম খান, নিমা রহমান, রওনক হাসান প্রমুখ।
অন্যদিকে ‘চতুরঙ্গ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। কলকতার কৌস্তব বিশ্বাসের চিত্রনাট্যে এতে জ্যোতির সহশিল্পী রওনক হাসান, মৌসুমী হামিদ, আসিফ প্রমুখ।
গত ২৭ জুলাই দার্জিলিং গিয়েছিলেন জ্যোতি। ফিরেছেন ৬ আগস্ট। তিনি জানালেন, সেখানে যাওয়ার আগে কক্সবাজারে দুটি নাটকের কাজ শেষ করেছেন। এগুলোর পরিচালক বিশ্বজিৎ দত্ত রানা। এগুলোতে তার সহশিল্পী তানভীর, মার্শাল প্রমুখ। এসব নাটক আসন্ন ঈদুল আজহায় প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসও/জেএইচ