‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’, ‘মেরি আশিকি (তু মুঝে ছোড় যায়ে)’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম-গানগুলোর গায়িকা পলক মুচ্ছাল। তার সঙ্গে দ্বৈত অ্যালবামে গাইলেন সংগীতশিল্পী ইমরান।
নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামে গান থাকছে ছয়টি। এর মধ্যে পলক ও ইমরানের দুটি দ্বৈত। এ ছাড়া ইমরানের তিনটি একক ও পলকের একটি একক গান থাকছে।
গত ১১ আগস্ট মুম্বাইয়ে গীত অডিও ক্র্যাফটে পলকের কণ্ঠধারণের কাজ সম্পন্ন হয়। এটি সমন্বয় করেন গানগুলোর গীতিকার জুলফিকার রাসেল।
সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তিনি বলেছেন, ‘এটা আমার শ্রোতাদের জন্য সারপ্রাইজ! পলক মুচ্ছালের সঙ্গে গান করার অভিজ্ঞতা সতিই অন্যরকম। এজন্য ধন্যবাদ গীতিকার ও প্রকাশককে। ’
আসন্ন ঈদের আগেই পলক ও ইমরানের একটি দ্বৈত গানের মিউজিক ভিডিও বের হবে ইউটিউবে। অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেএইচ