‘রক অন!!’ ফ্রাঞ্চাইজির আসন্ন সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই। তবে শুধুই নারী অভিনয়শিল্পীদের নিয়ে এ ধরনের একটা সিরিজ তৈরি হলে ভালো লাগতো বলে মন্তব্য করেছেন তিনি।
২০০৮ সালে মুক্তি পায় ‘রক অন!!’। এর গল্প চার যুবকের একটি ব্যান্ডকে ঘিরে। এতে অভিনয় করেন ফারহান আখতার, অর্জুন রামপাল, পূরব কোহলি ও লুক কেনি।
প্রথম ছবিতে ফারহানের স্ত্রীর চরিত্রে দেখা গেছে প্রাচীকে। তিনি মনে করেন, ইদানীং অভিনেত্রীদের একে অপরের সঙ্গে যে সুদৃঢ় সম্পর্ক আছে তা কাজে লাগিয়ে নির্মাতারা নারী তারকাদের নিয়ে সংগীতনির্ভর ছবি তৈরির কথা ভাবতে পারেন।
এ প্রসঙ্গে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে প্রাচী বলেন, ‘একই ছবির মুখ্য ভূমিকায় সব নারী তারকা থাকলে দারুণ ব্যাপার হবে। জানি না কেনো এ বিষয়টি নিয়ে কেউ ভাবেননি। বলিউডে এখন অনেক নিরীক্ষাধর্মী কাজ হচ্ছে, এক্ষেত্রে নারীরা কেনো পিছিয়ে থাকবে। ’
২৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের মেয়েদের মধ্যে এখন পারস্পরিক যে আস্থা বা সতীর্থদের মধ্যে ঘনিষ্ঠতা আছে, তা কাজে আসতেই পারে। দর্শকরাও এখন বিচিত্র ঘরানার ছবি গ্রহণ করছে। ’
‘রক অন!!’ ছবিতে আরও ছিলেন শাহানা গোস্বামী ও কোয়েল পুরি। ‘আজহার’ তারকা প্রাচী জানান, মেয়েরা ঠাট্টা, তামশা ও রসিকতায় অভ্যস্ত। সুতরাং শুধু মেয়ে সদস্যদের ব্যান্ড নিয়ে ছবি হতেই পারে। তিনি বলেন, ‘আগের ছবির কাজের সময় অনেক নারী সেটে ছিলেন। তখন আমরা মজা করে বলতাম, এটা সাফল্য পেলে আগামীতে নারীদের ব্যান্ড নিয়ে ছবি হবে। ’
চলতি বছরের ১১ নভেম্বর মুক্তি পাবে ‘রক অন!! টু’। আগেরটি অভিষেক কাপুর পরিচালনা করলেও এবার এ দায়িত্ব পালন করেছেন সুজাত সওদাগর। এবারের ছবিতে নতুন যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর। এ ছাড়া আছেন ফারহান আখতার ও অর্জুন রামপাল।
প্রাচী উল্লেখ করেছেন, পুরুষদের মধ্যে বন্ধনকে ঘিরে ছবিটির গল্প সাজানো হলেও এখানে সব চরিত্রের সমান গুরুত্ব আছে। তার কথায়, ‘গল্পটি ফুটিয়ে তুলতে সবার অবদান সমান ছিলো। একটা চরিত্র বাদ দিয়ে আরেকটা এগোতে পারবে না। ’
প্রাচীকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘আজহার’ ছবিতে। টনি ডি’সুজার পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন ইমরান হাশমি। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নির্ভর এই ছবি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ