ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাকী আখান্দের তহবিল সংগ্রহের কনসার্টে আসতে তরুণদের প্রতি আহ্বান  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
লাকী আখান্দের তহবিল সংগ্রহের কনসার্টে আসতে তরুণদের প্রতি আহ্বান   লাকী আখান্দ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমায় ডেকো না’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেও না’, ‘বিতৃঞ্চা জীবনে আমার’, ‘কি করে বললে তুমি’, ‘এতো দূরে যে চলে গেছো’- এমন অনেক কালজয়ী ও শ্রোতাপ্রিয় গান সুর করেছেন লাকী আখান্দ। দেশের প্রথম সারির অনেক শিল্পীর সবচেয়ে জনপ্রিয় গানের কারিগর তিনিই।

 

মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লাকী এখন ফুসফুসে ক্যানসার নিয়ে চিকিৎসাধীন। তার চিকিৎসা তহবিল সংগ্রহে ১৬ ও ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ শীর্ষক কনসার্ট। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন সংগীত পরিবেশন করবে ৩০টি ব্যান্ড।  

দর্শনীর বিনিময়ে এ কনসার্টে যোগ দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। সংগঠনটির সভাপতি লালন মাহমুদ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবী এবং কনসার্ট সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান বাংলানিউজকে জানান, লাকী আখান্দের অধিকাংশ গানই তরুণদের মধ্যে জনপ্রিয়। যুগ যুগ ধরে তার গানগুলো আন্দোলিত করছে শ্রোতাদেরকে। সেই সুরস্রষ্টার জন্য অর্থ সংগ্রহে আয়োজিত কনসার্টে তরুণদের অংশগ্রহণই বেশি হবে- এমনটাই প্রত্যাশা তাদের।    

আয়োজকরা আরও জানান, কনসার্ট উপভোগের জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে কমপক্ষে ৫০ টাকা দিলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। চাইলে এর বেশি অর্থও দেওয়া যাবে।  

কনসার্টে প্রথম দিন ঢাবির বিভিন্ন ব্যান্ডের পাশাপাশি থাকবে তাহসানের পরিবেশনা। তিনি প্রথম দিন নিজের ব্যান্ড নিয়ে মঞ্চে উঠবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। সমাপনী শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোই বাজাবে ও গাইবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।