বিভিন্ন সামাজিক প্রচারণার সঙ্গে যুক্ত মেগাস্টার অমিতাভ বচ্চন ভারতের স্বাধীনতা দিবসে প্রত্যাশা করেছেন, দেশটি একদিন ধর্ষণের অনিষ্ট থেকে মুক্ত হবে। ৭৩ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অঙ্গীকার... ধর্ষণ থেকে মুক্ত হোক ভারত।
নিজের আগামী থ্রিলার ছবি ‘পিঙ্ক’-এর একটি পোস্টারও শেয়ার করেছেন বিগ বি। এর ট্রেলারে বোঝা যাচ্ছে, যৌন হয়রানির মামলায় জড়িয়ে পড়া তিন তরুণীর সংগ্রাম নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ।
টুইটারে লেখক-কমেডিয়ান রাধিকা ভাজের একটি মেসেজ রিটুইট করেছেন অমিতাভ। নিজের অনুসারীদেরকে সবসময় মনে রাখার আহ্বান জানিয়েছেন এই মেসেজের ক্যাপশন। এতে বলা হয়েছে, ‘একজন নারীর শরীর কোনো গণতন্ত্র নয়। এটি স্বৈরতন্ত্র। সময় এসেছে এসব একনায়কদের প্রতিরোধের। ’
সুজিত সরকার প্রযোজিত ও অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘পিঙ্ক’ মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর। এতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্ড্রিয়া ট্যারিয়াং, ধৃতিমান চট্টোপাধ্যায়, পীযূষ মিশ্র ও একটি বিশেষ চরিত্রে জয়া বচ্চন।
* ‘পিঙ্ক’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ