ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘অজ্ঞাতনামা ভালো লাগলে বন্ধুকেও দেখতে বলুন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
‘অজ্ঞাতনামা ভালো লাগলে বন্ধুকেও দেখতে বলুন’

‘আমাদের যে জনসংখ্যা বিদেশে থাকে তার সংখ্যা কোটি ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশটিই থাকে মধ্যপ্রাচ্যে।

সেখানে যারাই যায় অনেক স্বপ্ন নিয়ে যায়। অনেক কষ্ট করে যায়। এই যাওয়ার পেছনে কিছু প্রক্রিয়া থাকে। ব্যাপারটা অনেক ব্যয়সাপেক্ষও। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের স্বপ্ন প্রায়শই পূরণ হয় না। সেখানে অপেক্ষা করে নিম্নমানের জীবনযাত্রা। চিকিৎসা ও বিনোদনের অভাবের সঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হয় প্রায়ই। তাদেরই গল্প অজ্ঞাতনামা’- পরিচালক হিসেবে নিজের চতুর্থ ছবির প্রিমিয়ারে বললেন তৌকীর আহমেদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখেছেন আমন্ত্রিত অতিথিরা। তাদের কাছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর রসিকতার সুরে জানতে চান, ‘আমরা জানি এটা তৌকীরের চার নম্বর ছবি। কেউ কি বলতে পারেন, তৌকীর মোট কয়টি নাটকে অভিনয় করেছে?’ দর্শকসারি থেকে উত্তর এলো, ‘অসংখ্য। তৌকীর আহমেদ নিজেও হয়তো জানেন না!’ যোগ করে তিনি বলেন, ‘ছবিটি যে ক’টি প্রেক্ষাগৃহেই চলুক, দর্শকরা এটি দেখে বলবেন, আমরা একটি সুন্দর ছবি উপহার দিতে পেরেছি। ’

তৌকীরের আগের তিন ছবি ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ ও ‘দারুচিনি দ্বীপ’-এর সঙ্গেও যুক্ত ছিলো ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। তাই তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রদর্শনী শুরুর আগে তৌকীর বলেন, ‘তারা আমাকে সুযোগ দিয়েছেন ভালো কাজ করার, আমি চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখি; সেটা হলো আমি যেন কাউকে বিরক্ত না করি। অভিনয়ের ক্ষেত্রে তো বটেই চলচ্চিত্র নির্মাণের বেলায়ও এটা মাথায় রেখেছি।

প্রিমিয়ারে অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও তার স্ত্রী তাজিন হালিম, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ দম্পতি। এ ছাড়া তৌকীরের স্ত্রী অভিনেত্রী, লেখক, চিত্রশিল্পী বিপাশা হায়াত, আবুল হায়াতের আরেক কন্যা নাতাশা হায়াত, নাট্যকার-নির্মাতা রেজানুর রহমান প্রমুখ। অতিথিদের প্রতি আহ্বান জানিয়ে তৌকীর বলেন, ‘ছবিটি যদি ভালো লাগে আপনার বন্ধুকে বলবেন দেখার জন্য। ১৯ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে আসছে, সবাই যেন এটি দেখে। ’

অনুষ্ঠানে উপস্থাপক অপু মাহফুজ জানান, গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।

‘অজ্ঞাতনামা’র অভিনয়শিল্পীদের মধ্যে এসেছিলেন ফজলুর রহমান বাবু, নিপুণ, শাহেদ আলী। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।

আগামী ১৯ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, ময়মনসিংহের পূরবী, যশোরের মাধবী ও মধুপুরের মাধবীতে।  

মঞ্চনাটক হিসেবে ‘অজ্ঞাতনামা’ লিখেছিলেন তৌকীর আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তিনি। এগুলো গেয়েছেন রোকন ইমন, পিন্টু ঘোষ ও সুকন্যা ঘোষ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।