নাচ, গান, মারামারিতে ভরপুর মসলাদার ছবির বাইরে গিয়ে যারা একটু অন্যরকম কাজ করেন, তাদেরকে উৎসাহ দিতে দর্শকদের প্রতি আহ্বান জানালেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। তার চাওয়া, ছকেবাঁধা বাণিজ্যিক ছবির মতোই এসব ছবি দেখতেই দর্শকদের ভিড় হোক।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার দেখে বাংলানিউজের সঙ্গে আলাপকালে আফজাল একথা বলেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রের ভিত্তি মজবুতের জন্য সামান্য সংখ্যক মানুষগুলো চেষ্টা করছে। তৌকীর তাদের মধ্যে একজন। ’
যোগ করে আফজাল বলেন, ‘যাদের এই চেষ্টাটা বাঁচিয়ে রাখা দরকার, মানে দর্শক, তারা কিন্তু তাদের চেষ্টা থেকে দূরে রয়েছেন বলে আমি মনে করি। দর্শকদের আরও আসা উচিত, সিনেমা দেখা উচিত, নির্মাতাদের উৎসাহিত করা উচিত। এ ধরনের ছবি যেন আরও তৈরি হয়, আমরা যেন গল্প করতে পারি আমাদের দেশে গৌরব ছিলো ভালো ছবির এবং এখনও সেই জায়গাটা নষ্ট হয়নি, আশার জায়গাটা এখনও আছে। ’
‘অজ্ঞাতনামা’র প্রশংসা করে আফজাল বলেন, ‘আমি দর্শক শ্রেণী থেকেই এখানে এসেছি। ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে তৌকীরকে অনেক পরিণত একজন নির্মাতা মনে হয়েছে। ’
প্রিমিয়ারে অতিথিদের মধ্যে আফজালের স্ত্রী তাজিন হালিমও ছিলেন। এ ছাড়া ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ দম্পতি, তৌকীরের স্ত্রী অভিনেত্রী, লেখক, চিত্রশিল্পী বিপাশা হায়াত, আবুল হায়াতের আরেক কন্যা নাতাশা হায়াত প্রমুখ।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, ময়মনসিংহের পূরবী, যশোরের মাধবী ও মধুপুরের মাধবীতে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।
গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।
মঞ্চনাটক হিসেবে ‘অজ্ঞাতনামা’ লিখেছিলেন তৌকীর আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তিনি। এগুলো গেয়েছেন রোকন ইমন, পিন্টু ঘোষ ও সুকন্যা ঘোষ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
* তৌকীরের ছবির প্রশংসায় পঞ্চমুখ সুবর্ণা
* ‘অজ্ঞাতনামা ভালো লাগলে বন্ধুকেও দেখতে বলুন’
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএইচ