ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শেষ দিনে সুরের মূর্ছনায় আরোগ্য কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
শেষ দিনে সুরের মূর্ছনায় আরোগ্য কামনা ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুরের মূর্ছনায় শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তন মুখরিত। সবাই লাকী আখান্দের ফেরার প্রার্থনা করছেন।

ক্যান্সারকে পরাজিত করে আবারও সুরের ভুবনে ফিরে আসবেন তিনি এই কামনা সবার মধ্যে।

বুধবার (১৭ আগস্ট) শেষ দিনের মতো জনপ্রিয় এ শিল্পীর চিকিৎসা সহায়তায় সকাল থেকে টিএসসিতে চলছে কনসার্ট। ঢাবির ব্যান্ড সোসাইটি এ কনসার্টের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মের ৩০টি ব্যান্ড দল কনসার্টে লাকীর জন্য গান গাইছে। দু’দিনব্যাপী এ আয়োজনের শেষ বুধবার রাত ১০টায়। এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৫০ টাকা, সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত ১০০ টাকা, ৪টা থেকে ৬টা পর্যন্ত ২০০ টাকা এবং ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩০০ টাকা টিকিটের দাম নির্ধারণ করা হয়।
 
কনসার্ট মূলত মুক্তিযুদ্ধা লাকী আখান্দের পাশে দাঁড়ানোর জন্য। শেষ দিনেও ভক্তরা তার জন্য নানা প্রার্থনাসহ সাহায্য করছেন।
 
পিয়ানো, ড্রাম, বাঁশি, খঞ্জনি, গিটার দিয়ে পাশ্চাত্য এবং দেশীয় সুরের মায়াবী মিশ্রণে ভেসে যায় টিএসসি মিলনায়তন। ‘চলো না ঘুরে আসি/ অজানাতে...’ সুরে মোহিত হন দর্শক-শ্রোতারা। যেন লাকীর সুর বারবার তাকে ফিরিয়ে আনে সবার মধ্যে।

আয়োজকরা জানান, সংগীতশিল্পী লাকী এখন ফুসফুসের ক্যান্সার নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। কনসার্টের মাধ্যমে তার চিকিৎসা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দু’দিনে অংশ নেওয়া ব্যান্ডগুলো হলো- ‘তাহসান দ্য ব্যান্ড’, আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা-১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।