মুক্তিযুদ্ধের সংগঠক, দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও সাহিত্যিক জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালের ১৯ আগস্ট। শুক্রবার তার ৮১তম জন্মবার্ষিকী।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’-এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৯ আগস্ট) দিনব্যাপী এই উৎসব হবে। রাজধানী শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব।
সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। অতিথি থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, ছেলে অনল রায়হান ও ভারতীয় নির্মাতা সৌমিত্র দস্তিদার।
অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় ও ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন অতিথিরা। এতে উঠে আসবে জহির রায়হানের জীবন, কর্ম ও আদর্শের নানা দিক। মুক্ত আলোচনা পর্বে উপস্থিত দর্শকরাও অতিথিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন।
‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’-এ থাকছে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড, সৌমিত্র দস্তিদারের প্রামাণ্যচিত্র ‘এ লেটার টু মাই ডটার’, তারেক মাসুদের ‘রানওয়ে’, সেন্টু রায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘জহির রায়হান’, কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও’ এবং উদীচী কেন্দ্রীয় চারুকলা ও চলচ্চিত্র বিভাগের তৈরি করা প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’।
ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মেছিলেন জহির রায়হান। ১৯৭১ সালের ৩০ জানুয়ারি তিনি নিখোঁজ হন। বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে মিরপুর গিয়ে তার আর ঘরে ফেরা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসও