সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, মুজিব পরদেশী, জেমস, চন্দনা মজুমদার- এমন গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘উইন্ড অব চেঞ্জ’-এর দ্বিতীয় আসর, প্রি সিজন টু। নতুন সংগীতায়োজনে গানগুলোর রেকর্ডিং ও চিত্রায়ন চলছে।
‘উইন্ড অব চেঞ্জ’-এর সমন্বয়ক নাবিল আশরাফ ও আব্দুল্লাহ জানান, এই পর্বে পুরনো দিনের গানগুলোকে ফিরিয়ে আনা হবে। এর মধ্যে প্রায় হারিয়ে যাচ্ছে এমন কিছু গানও থাকবে। গুণী এই শিল্পীদের সঙ্গে যন্ত্র বাজাচ্ছেন ১২ জন বিদেশি। দেশগুলো হলো- রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, আমেরিকা ও ভারত। এসব দেশ থেকে এসেছেন ড্রামার, কিবোর্ডিস্ট, বেহালা বাদক, বেজ গিটারিস্ট ও স্যাক্সোফোন বাদক। প্রথম আসরে বিদেশিদের মধ্যে বাজিয়েছেন চার জন।
‘উইন্ড অব চেঞ্জ প্রি সিজন টু’ পরিচালনা করছেন ফারজানা মুন্নী। এর সংগীত পরিচালনা করছেন কৌশিক হোসেন তাপস। টিএম প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই আয়োজনটি গানবাংলার অংশ। আসছে ঈদে এটি উপভোগ করা যাবে গানবাংলা চ্যানেলে। ঈদের প্রথম তিন দিনে নতুন স্বাদে পুরনো ১৬-১৭টি গান প্রচার হবে। এবার ‘উইন্ড অব চেঞ্জ- প্রি সিজন টু’-এর পৃষ্ঠপোষকতা দিচ্ছে রবি ইয়োন্ডার।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসও/জেএইচ