‘গহনে প্রবিষ্ট মূল, পল্লবিত আসমানে-গাই গান মানবের’ স্লোগান নিয়ে পথচলা শুরু করা বটতলা আগামী ২৭ আগস্ট ৯ বছরে পা রাখবে। গত আট বছরে নিয়মিত নাটক মঞ্চায়নের পাশাপাশি দলটি সংক্ষিপ্ত নাট্য আঙ্গিকের মাধ্যমে তুলে ধরেছে মানবিকতার জয়গান।
নবম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আগামী ২৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে বটতলা মঞ্চায়ন করবে ‘খনা’ নাটকের ৫৯তম প্রদর্শনী। এবারই প্রথম মহিলা সমিতি মঞ্চে হতে যাচ্ছে এর প্রদর্শনী।
বটতলার অকালপ্রয়াত সাথী নাসিরুদ্দিন নাদিমের স্মৃতির উদ্দেশে দ্বিতীয়বারের মতো দলটির একজন নাট্যকর্মীকে পুরস্কৃত করা হবে নাটক শুরুর আগে। ‘খনা’ লিখেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জেএইচ