ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফজলুর রহমান বাবুর ‘হীরামন পাখি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ফজলুর রহমান বাবুর ‘হীরামন পাখি’ ফজলুর রহমান বাবু

অভিনয়ের পাশাপাশি গানেও সমান দক্ষতা আছে অভিনেতা ফজলুর রহমান বাবুর। ২০০৯ সালে ‘মনপুরা’ ছবির গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান তিনি।

এরপর গেয়েছেন বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে।

২০১০ সালে বের হয় তার গানের প্রথম একক অ্যালবাম ‘ডুবাডুবি’।   মাঝে গান থেকে লম্বা বিরতি নিলেন। ছয় বছর পর দ্বিতীয় একক অ্যালবাম বের করছেন তিনি। এর নাম রাখা হয়েছে ‘হীরামন পাখি’।

এ অ্যালবামে গান থাকছে মোট সাতটি। এগুলোর সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এরই মধ্যে সব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এগুলো লিখেছেন রাজা জামান, নাজির মাহমুদ ও শরীফ আল দীন। কোরবানির ঈদ উপলক্ষে ‘হীরামন পাখি’ বাজারে আনছে সিএমভি।

গানে ফেরা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘মাঝে গানে একটু বিরতি দিয়েছি ইচ্ছে করেই। কারণ ‘মনপুরা’র পর হুট করে অনেক গান গেয়ে ফেলেছি। কিন্তু গান আমার পেশা নয়। তখন ভাবলাম, গানটাকে পেশা করা যাবে না। কারণ অভিনয় আমার পেশা আর গানটা হলো নেশা। সেজন্যই মাঝে গান সেভাবে করিনি। ’

নতুন অ্যালবাম প্রসঙ্গে বাবু বলেন, ‘প্রতিটি গানই লোকজ আঙ্গিকের ও রোমান্টিক ঘরানার। সংগীতায়োজনে আধুনিকতার ছাপ রয়েছে। সত্যি বলতে আমি সাধারণ শ্রোতাদের জন্য গান করি। তারা যেন সহজে আমার গান গাইতে পারেন, সহজে তাদের মন ছুঁয়ে যেতে পারে, সেদিকটাকেই প্রাধান্য দেই। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।