বড় তারকারা রূপালি পর্দায় খোলামেলা দৃশ্যে অভিনয় করলে তা প্রশংসিত হয় বলে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। একই কাজ যদি অপেক্ষাকৃত কম প্রতিষ্ঠিত কেউ করে তাহলে দর্শকরা বাজেভাবে দেখে।
গত বছর সুপারহিট ছবি ‘হেট স্টোরি থ্রি’তে খোলামেলাভাবে দেখা গেছে জেরিনকে। এ ধরনের উত্তেজক দৃশ্য গ্রহণে দর্শকদের মধ্যে কেনো ফারাক থাকে তা বুঝতে পারেন না বলে জানান তিনি। ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ‘যদি বড় কোনো তারকা এসব করেন তাহলে তা ঠিক থাকে। সবার কাছে তখন মনে হয়, ‘ওয়াও’, ‘হায় কী দারুণ’ কিংবা ‘খুব আকর্ষণীয় লাগছে’। কিন্তু বড় নয় কিংবা প্রতিষ্ঠিত নয়, কেউ যদি এসব করে তাহলে বলা হয়- কী বাজে! লোকে এ নিয়ে হাসাহাসি আর অবজ্ঞা করে। ’
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জেরিন আরও বলেন, ‘এসব ব্যাপার বুঝি না। কিন্তু এটা আমার বেলায় হতে দেবো না। এসব বিষয়কে পাত্তা দেই না কিংবা এগুলোর প্রভাব পড়তে দেই না। এখানে আমার কাজ করতে এসেছি। মনে হয়, এতো বছরে এসব শিখে নিয়েছি। ’
জেরিন মনে করেন, এই সমস্যা হলো ভারতে অনেকেই খোলামেলা দৃশ্যগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলে। অথচ তারাই এগুলো সবার আগে দেখে! তার কথায়, ‘কেনো যেন মনে হয় আমরা কুটিল দেশে বাস করছি। এখানে অনেক মানুষ খোলামেলা দৃশ্য নিয়ে নেতিবাচক মন্তব্য করে। কিন্তু এগুলো না দেখে থাকতে পারে না তারা। এমনকি নিয়মিতই দেখে। ’
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জেরিনের। এরপর ‘হাউসফুল টু’তে দেখা যায় তাকে। এ ছাড়া ‘রেডি’র একটি গানে সল্লুর সঙ্গে নেচেছেন তিনি।
সম্প্রতি অভিনেতা আলি ফজলের সঙ্গে ‘পেয়ার মাঙ্গা হ্যায় তুমি সে’ গানের মিউজিক ভিডিওতে খোলামেলাভাবে হাজির হয়েছেন জেরিন। তিনি মনে করেন, এ ধরনের দৃশ্যে কাজের বেলায় অভিনেত্রীদের সচেতন থাকতে হয়। তার ভাষ্য, ‘উত্তেজক দৃশ্যের চিত্রায়নের সময় মাথায় অনেক কিছু আসে। পর্দায় এটা সংবেদনশীল কিংবা আবেদন জাগানো ও ভালো লাগতে পারে। কিন্তু দৃশ্যায়নের সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। ’
যোগ করে জেরিন বলেন, ‘এসব সময় অনেকের চোখ থাকে অভিনেত্রীদের ওপর। ক্যামেরা বসানো হয় বিভিন্ন কোণে। তাই ভুল কোনো কিছু যেন ক্যামেরাবন্দি না হয়ে যায় সেজন্য খুব সতর্ক থাকতে হয়। শারীরিক ভঙ্গি ভুলভাবে দেখালে তা বাজে লাগতে পারে। ’
জেরিন মনে করেন, এসবের মধ্যেও নিজেকে যেন কুরুচিপূর্ণ না দেখায় সেটা মাথায় রেখে যদি কোনো অভিনয়শিল্পী এ ধরনের দৃশ্যে কাজ করেন তাহলে খারাপ না। তিনি বললেন, ‘কী করছি সেদিকে মনোযোগ ধরে রাখতে হবে। সবকিছুই যান্ত্রিক। এসব সময় ১০০টা জিনিস মনের মধ্যে ঘুরপাক খায়। সস্তা আর কুরচিপূর্ণ দেখাবে না এমন কিছু যদি করা যায় তাহলে দারুণ লাগে। ’
দর্শকদের একাংশ যদি পছন্দ না-ও করে তাতে মন খারাপ হয় না বলে জানালেন জেরিন। কারণ যারা সমর্থন জানান তাদের দিকেই মনোযোগ ধরে রাখেন তিনি। তার কথায়, ‘কিছু মানুষ আমাকে পছন্দ করে। তাদের এই ভালোবাসা আর সমর্থন পেয়ে আমি খুশি। কিছু মানুষ আমাকে পছন্দ করে না, এটা ব্যাপার না। পৃথিবীর সবাই আমাকে পছন্দ করবে এমনটা ভাবিও না। ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ