ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে নোবেল-মৌ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ঈদে নোবেল-মৌ মৌ ও নোবেল

জুটি হিসেবে তাদের বেশ জনপ্রিয়তা। হাতে গোনা কাজ করলেও মডেলিং বা অভিনয়ে তাদের অনুসরণ করেন তরুণ প্রজন্ম।

নোবেল ও মৌয়ের মধ্যে দেখা হলো আবার। ঈদের একটি নাটকে জুটি বেঁধেছেন তারা।

ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় ১৪ তারকা জুটিকে এনটিভি তৈরি করছে সাতটি নাটক। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসার সাতরঙ’। এগুলো তৈরি করছেন সাতজন জনপ্রিয় নির্মাতা। নোবেল ও মৌ অভিনয় করবেন কৌশিক শংকর দাশের ‘সবুজের আলতো পথ’ নাটকে। এটি লিখেছেন প্রসূণ রহমান। ২৬ আগস্ট থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন দুই তারকা।  

গত ঈদে প্রচারিত এই জুটির ‘হাইওয়ে’ নাটকটি প্রশংসিত হয়। নোবেল ও মৌ ২০০০ সালের দিকে একসঙ্গে প্রথম অভিনয় করেন ‘কুসুম কাঁটা’য়।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।