ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫ মাস পর পপি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
১৫ মাস পর পপি 

কয়েক বছর ধরে বছরে ১-২টি ছবি মুক্তি, বাণিজ্যিকভাবে ব্যর্থতা, ‘ভালো লাগার জায়গা’ থেকে টিভি নাটকে কাজ করা, নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেও কাজ ঝুলে থাকা, যোগাযোগ বিচ্ছিন্নতা- এভাবেই চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপির ক্যারিয়ার। এক বছরেরও বেশি সময় পর তার নতুন ছবি এসেছে মুক্তির মিছিলে।

তিনিও তাই খবরের শিরোনামে।

‘পৌষ মাসের পিরিত’ নামের ছবিটির শুটিং হয়েছিলো কয়েক বছর আগে। নার্গিস আক্তার পরিচালনায় এতে অভিনয় করেন পপি। আগামী ২ সেপ্টেম্বর এটি মুক্তি পাচ্ছে। এর মধ্য দিয়ে পনেরো মাসেরও বেশি সময় পর রূপালি পর্দায় ফিরছেন তিনি। জনপ্রিয় এই চিত্রনায়িকাকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিতে।

নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘পৌষ মাসের পিরিত’। এর মুক্তি উপলক্ষে গত ২৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে অবশ্য ছিলেন না পপি। আর তার সহশিল্পী টনি ডায়েস দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী। ছবিটির মাধ্যমে পপি কতোটুকু ফিরবেন- সেটাই দেখার বিষয়।    

‘পৌষ মাসের পিরিত’-এ আরও আছেন আহমেদ রুবেল, প্রিয়াংকা, তরু মোস্তফা, আদিত্য আলম প্রমুখ। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ ও মনির খান। সুর-সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। কাহিনী বিন্যাস, সংলাপ ও গীত রচনায় মোহাম্মদ রফিকউজ্জামান।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।