ঢাকা: অমিতাভ রেজা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বড়পর্দায় মুক্তি পাবে চলতি বছরেই। এটি কোন কোন প্রেক্ষাগৃহে চলবে তা জানা যাবে তখন।
এদিকে মুক্তির পর কোন টেলিভিশন চ্যানেলে ‘আয়নাবাজি’ প্রথমবার দেখা যাবে তা চূড়ান্ত হয়ে গেলো। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে আরটিভি।
এ উপলক্ষে আরটিভির কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ছিলেন কনটেন্ট ম্যাটার্সের পরিচালক জিয়াউদ্দিন আদিল, ‘আয়নাবাজি’র কাহিনিকার গাউসুল আজম শাওন ও পরিচালক অমিতাভ রেজা এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
‘আয়নাবাজি’ ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে গত মে মাসে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ অনেকে। ছবিটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের; অনম বিশ্বাসকে নিয়ে চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।
ছবিটির গল্পে দেখা যাবে, নাট্যদলের অভিনেতা আয়না জীবনের প্রয়োজনে মুখোশ বদলে অন্য মানুষ হয় চেনা কিছু মানুষের ডাকে। তাদের জন্য আয়না কাজ করে জীবিকার প্রয়োজনে, তারপর ফিরে যায় তার ছোট্ট মহল্লায়। এ রকম আসা-যাওয়ার মাঝে কখনও আটকে পড়ে নষ্ট শহরের বেড়াজালে। বের হয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেও পারে না।
রঙিন মুখোশ আর খুলতে পারে না আয়না। যে অভিনয়কে ভালোবেসে আয়না এই শহরকে মঞ্চ বানাতে চায়, সেই মঞ্চ একদিন হয়ে যায় ফাঁসির মঞ্চ। যার জল্লাদের হাসির কাছে এই শহরের সেরা অভিনেতা পরাজয়ের শেষ বিন্দুতে দাঁড়িয়ে থাকে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
জেএইচ