‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির গল্পে প্রয়াত নায়ক সালমান শাহ আর মৌসুমী পৃথকভাবে বনের ভেতর হারিয়ে যান। এরপর হঠাৎ তাদের দেখা হয়।
বনের ভেতর সালমান ও মৌসুমীর ঠোঁট মেলানো রুনা লায়লা ও আগুনের গাওয়া ‘এখন তো সময় ভালোবাসার/এ দুটি হৃদয় কাছে আসার/ তুমিও একা আমিও যে একা/লাগে যে ভালো, ও প্রিয়’ গানটি আজও শ্রোতার মুখে মুখে ফেরে। বনের ভেতর তাদের হারিয়ে যাওয়া ও এই গানের প্রেক্ষাপট অবলম্বনে তৈরি হলো নাটক ‘এখন তো সময় ভালোবাসার’।
পরিচালক গৌতম কৈরী বাংলানিউজকে জানান, নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন অপূর্ব-মম। এতে অপূর্বর চরিত্রের নাম বর্ষণ আর মমর নাম পায়েল। তাদের দেখা হয়ে যায় বনে। এরপর ঘটতে থাকে বিভিন্ন মজার ঘটনা। এতে জনপ্রিয় গানটির কিছু অংশ ব্যবহার হয়েছে।
গল্পে দেখা যাবে, বনের মধ্যে হারিয়ে যান অপূর্ব ও মম। একে অপরের সঙ্গে দেখা হতেই অপূর্বর কাছ থেকে পানি চাওয়ার সুবাদে পরিচয় হয় মমর। তারা বন থেকে বের হওয়ার রাস্তা খুঁজছেন। বনের ভেতর একটা খোলা রিকশা পেয়ে তাতে চড়ে পথ খুঁজে বেড়ান দুজন। বিষণ্ন চোখে উদগ্রীব হয়ে সামনে পথ দেখতে ব্যস্ত থাকে উভয়ে।
সম্প্রতি গাজীপুরের একটি জঙ্গলে নাটকটির বেশিরভাগ দৃশ্যের কাজ হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু ও হৃদি। ঈদুল আজহায় ‘এখন তো সময় ভালোবাসার’ নাটকটি জিটিভির অনুষ্ঠানমালায় বিরতিহীন প্রচার হবে।
অপূর্ব ও মমকে ঈদের আরও কয়েকটি নাটক-টেলিছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্যে শিহাব শাহিন পরিচালিত ‘ভালোবাসার পঙক্তিমালা’ অন্যতম।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ