ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। তার স্মরণে চোখে পড়ার মতো আয়োজন নেই দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি)।
মঙ্গলবার এফডিসিতে সালমান শাহ স্মৃতি পরিষদ দোয়া মাহফিলের আয়োজন করলেও বাংলাদেশ চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো আলাদা করে কোনো উদ্যোগ নেননি।
মাত্র তিন বছরের ক্যারিয়ারে চলচ্চিত্রে চিরস্মরণীয় কাজ করে গেছেন সালমান শাহ। অমর এই নায়কের হাত ধরেই দেশীয় চলচ্চিত্রের পালে লেগেছিলো নতুন হাওয়া। সহশিল্পী ও সতীর্থদের অনেকেই এখন আছেন চলচ্চিত্র সমিতির নেতৃস্থানে। সেই সালমানকে স্মরণের বিশেষ দিনে এফডিসির পরিবেশ প্রতিদিনকার মতোই।
শিল্পী সমিতির পক্ষে সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে একটি ব্যানার সাঁটানো ছাড়া আর বিশেষ কোনো আয়োজন নেই। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বাংলানিউজকে বলেন, ‘প্রতি মাসেই বিভিন্ন শিল্পীর মৃত্যুবার্ষিকী থাকছে। এ অবস্থায় আলাদা করে দোয়া বা মিলাদ মাহফিলের ব্যবস্থা করা কষ্টসাধ্য। আমরা সালমান স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় একটি ব্যানার তৈরি করেছি। এ ছাড়া সব প্রয়াত শিল্পীর স্মরণে প্রতি মাসের শেষে শিল্পী সমিতির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ’
এদিকে মঙ্গলবার বাদ আছর এফডিসির মসজিদে সালমান শাহ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসও/টিএস/জেএইচ