উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। তার ৯০তম জন্মবার্ষিকী আগামী ৮ সেপ্টেম্বর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বুধবার সন্ধ্যা ৬টায় এ আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম।
উদ্বোধনী দিনে মুখ্য আলোচক থাকবেন গোহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অমর জ্যোতি চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করবেন ফ্রেন্ডস অব বাংলাদেশ আসাম শাখার সাধারণ সম্পাদক সৌমেন ভারতীয়া। স্বাগত বক্তব্য রাখবেন ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্টের উপদেষ্টা অনুরাধা শর্মা পূজারী ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক এএসএম সামছুল আরেফিন। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এদিন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম, দিলবাহার খান, রূপম ভূঁইয়া। নৃত্য পরিবেশ করবে স্পন্দন ও সুরসঙ্গম নৃত্যদল।
আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনা করবেন সংগীতশিল্পী কালিকা প্রসাদ। স্বাগত বক্তব্য রাখবেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
নৃত্য ও সতবেত সংগীতে অংশগ্রহণ করবেন বাংলাদেশের শিল্পীরা এবং কলকাতার লোকগানের দল দোহার। দুই দিনের এ অনুষ্ঠানের সহযোগী আয়োজক আসামের ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট। সহযোগিতায় আসামের ব্যতিক্রম।
ভূপেন হাজারিকার ৯০তম জয়ন্তী উৎসবের অংশ হিসেবে তার সংগীত দর্শন ও গায়কী বিষয়ে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন মনীষা হাজারিকা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
টিএস/জেএইচ