ক্রিকেট প্রিমিয়ার লীগের আদলে সাজানো মিউজিক্যাল প্রিমিয়ার লীগের (এমপিএল) গ্র্যান্ড ফিনালেতে শ্রেষ্ঠত্বের জন্য মুখোমুখি ঢাকা ঢোলকস ও খুলনা খঞ্জনিসের শিল্পীরা। কোন দল আগে সংগীত পরিবেশন করবেন তা নির্ধারণের জন্য আয়োজন করা হয় টসের।
দুই দলের পক্ষ থেকে টস করতে মঞ্চে ওঠেন দুই ক্রিকেটার। ঢাকা ঢোলকসের হয়ে মোহাম্মদ আশরাফুল আর খুলনার পক্ষ নেন সৌম্য সরকার। অনুষ্ঠানে টস ভাগ্যে জিতেছেন ঢাকার ছেলে আশরাফুল। তাই ঢাকা ঢোলকসের শিল্পীরাই প্রথমে তিন বিচারক শাকিলা শর্মা, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারকে গান গেয়ে শোনানোর সুযোগ পেলেন।
সোমবার(৬ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় জমকালো অনুষ্ঠানটি। এ আয়োজন সরাসরি দেখাচ্ছে চ্যানেল আই। পরিচালনা করছেন তাহের শিপন। সেভেন আপের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজক এশিয়াটিক থ্রি সিক্সটি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেএমএস/টিএস/জেএইচ