ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় সংগীতশিল্পীরা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় সংগীতশিল্পীরা লাকী আখান্দ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিংবদন্তী সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী লাকী আখান্দের সুস্থতায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন শিল্পীরা। দেশের সংগীতশিল্পীরা কমবেশি অর্থ সহায়তা দিয়েছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা দুই লাখ, বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার রেশ ফাউন্ডেশন ও ব্যক্তিগত মিলিয়ে দেড় লাখ টাকা দিয়েছেন।  

লাকী আখান্দের জন্য অর্থ সংগ্রহ করতে বিদেশের বিভিন্ন দেশে কনসার্টও হয়েছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত একটি কনসার্ট থেকে প্রাপ্ত সাড়ে ৬ লাখ টাকা পাঠানো হয়েছে লাকী আখান্দকে। এখানে সংগীত পরিবেশন করেন আশিকুজ্জামান টুলু, তপন চৌধুরী, উইনিং ব্যান্ডের চন্দন, আজম খানের সময়কার সংগীতশিল্পী রকেটসহ অনেকে।  

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত কনসার্ট থেকে প্রাপ্ত দুই লাখ টাকা হস্তান্তর করতে গত ৫ সেপ্টেম্বর লাকী আখান্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিডব্যাকের লাবু রহমান, ফোয়াদ নাসের বাবু, পেন্টাগন ব্যান্ডের সুমন, আর্কের মোর্শেদ। ন তারা। তাদের সামনে গিটার বাজিয়ে অনেকক্ষণ গান করেছেন লাকী। সবাই মিলে ৮-১০টি গান গেয়েছেন। বাংলাদেশ মিউজিক্যাল ফাউন্ডেশন (বিএমএফ) সংগীত পরিচালক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা দিয়েছে লাকীকে। একটি ক্রেস্ট দেওয়ার পাশাপাশি তাকে উত্তরীয় পরিয়ে দেন লাবু ও অন্যরা।  

যুক্তরাষ্ট্র থেকে ফুয়াদ আল মুক্তাদির অর্থ সংগ্রহ করছেন। তিনি এ পর্যন্ত মোট ৩ লাখ টাকা পাঠিয়েছেন। বাপ্পা মজুমদার আমেরিকায় সংগীত পরিবেশন করে পাওয়া সম্মানী থেকে ৩০ হাজার টাকা দিয়েছেন। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত পরিবেশন করে পাওয়া সম্মানী বামবার সদস্য ব্যান্ডগুলো জমা করেছেন। সব মিলিয়ে পাঁচ লাখ টাকা এসেছে। এটা আরও এক লাখ টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই অর্থ আগামী ১১ সেপ্টেম্বর হস্তান্তর করা হবে লাকীর হাতে।  

এদিকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লাকী আখান্দ নিজে থেকে উঠে হেঁটেছেন। হুইলচেয়ারে ঘুরেছেন। নিজেই খাওয়া-দাওয়া করেছেন। অনেকদিন মেরুদন্ডের ব্যথার কারণে উঠতে পারেননি তিনি। এসব তথ্য জানিয়ে কুল এক্সোপোজারের সিইও এরশাদুল হক টিংকু বাংলানিউজকে বললেন, ‘লাকী ভাইয়ের শরীরের যে অবস্থা তাতে দেশের বাইরে যাওয়ার মতো অনুকূল নয়। তিনি এখন প্রশমন সেবার মধ্যে আছেন। এটা মূলত শরীরের ব্যথা-বেদনা ও মানসিক কষ্ট কমানো বা এগুলো থেকে পরিত্রাণ দেওয়ার একটা প্রক্রিয়া। প্রফেসর নিজাম উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ’

হতাশার কথা হলো, লাকী আখান্দের নামে কনসার্ট আয়োজন করে অর্থ আত্মসাতের অভিযোগও এসেছে। ইভেন্ট টাচ নামের একটি প্রতিষ্ঠান আগামী ২৩ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সিটিতে একটি কনসার্ট আয়োজনের চেষ্টা করছে। কিন্তু তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে তার কন্যা কন্যা মাম্মিন্তির দাবি।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাদেক সিদ্দিকী নামের একজন লাকী আখান্দের ছবি ব্যবহার করে অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সেখানে লাকীর চিকিৎসা সহায়তা অর্থ তহবিল সংগ্রহ করা হলেও কোনো অর্থ হস্তান্তর করা হয়নি বলে পরিবারের অভিযোগ। এসব কারণে তিনি বিরক্ত। লিখিত অনুমতি ছাড়া এ ধরনের কনসার্ট আয়োজনে লাকী আখান্দ বারণ করে দিয়েছেন বলেও জানান মাম্মিন্তি।

এদিকে লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড। তাদের উদ্যোগে নির্মিত তার তিনটি যুগান্তকারী গানের মিউজিক ভিডিও মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউবে আসছে। এগুলো নির্মাণ করেছেন রেদওয়ান রনি।  

গান তিনটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন লিমন। এর মধ্যে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানে অগ্নিলা ও আজাদ, ‘আগে যদি জানতাম’ গানে মডেল হয়েছেন ‘আইসক্রিম’ জুটি তুষি ও রাজ। এ ছাড়া তৈরি হয়েছে ‘আমায় ডেকো না’ গানের ভিডিও।  

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।