প্রতিশ্রুতিশীল তরুণ লেখক অপুর লেখা প্রথম গ্রন্থ বের হচ্ছে শিগগিরই। এখন শুধু ছোট্ট একটা কাজ বাকি- বইয়ের উৎসর্গপত্র লেখা।
চাকরি গেলো। একপর্যায়ে স্ত্রী সুমির গয়না পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। একদিন সুমি আর সহ্য করতে না পেরে অন্য সুখের খোঁজে চলে যায়। সুমি পাশে থাকলে উৎসর্গপত্র লেখা নিয়ে দ্বিধায় পড়তে হতো না তাকে। এখন কার নামে সে তার প্রথম উপন্যাস উৎসর্গ করবে?
এদিকে অপুর দুষ্ট বন্ধুর চক্করে পড়ে অন্ধকার জগতে পা বাড়াতে বাধ্য হয় সুমি। অপুর বইয়ের প্রকাশকের রক্ষিতা সে। প্রকাশের বইটির কপি নিয়ে এসে সুমিকে দেন তিনি। প্রকাশক জানান, লেখকের বৌয়ের নামও সুমি! তাকেই লেখক উৎসর্গ করেছেন বই। চমকে ওঠে সুমি।
এটি ‘উৎসর্গ’ নাটকের কাহিনি। প্রখ্যাত কথাশিল্পী গজেন্দ্রকুমার মিত্রের গল্পের ছায়া অবলম্বনে তৈরি হলো এটি। চিত্রনাট্য তৈরি করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রিতি দত্ত। এতে অপু চরিত্রে এ প্রজন্মের অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল আর সুমির ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এ ছাড়াও আছেন মামুনুর রশীদ, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, রবি শিকদার।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ