ক্রিকেট খেলা পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। সব শ্রেনী-পেশার মানুষের কাছে জনপ্রিয় এই খেলা।
ইরফান সাজ্জাদ বাংলানিউজকে বললেন, “অভিনেতা না হলে হয়তোবা ক্রিকেটার হতাম। ছোটবেলা থেকেই আমি ক্রিকেটপ্রেমী। মাঠে গিয়ে খেলা করি, মা পছন্দ করতেন না। মাঝে মাঝে তাকে না জানিয়েই খেলতে যেতাম। পরে ঠিকই বকাও শুনতাম। খেলতে গিয়ে আঘাতও পেয়েছি। অনেক মজার মজার ঘটনাও আছে। গত বছরের ঈদে ‘রান অব লাক’ নাটকের গল্পটিও ক্রিকেটনির্ভর ছিলো। ‘স্বপ্ন’-এর শুটিংয়ের জন্য ক্রিকেট খেলেছি। ” ‘স্বপ্ন’ নাটকে এবারই প্রথম শখের সঙ্গে অভিনয় করেছেন ইরফান। তিন বছর আগে দু’জনে একটি নৃত্যে অংশ নিয়েছিলেন। ‘স্বপ্ন’ লিখেছেন ইমরাউল রাফাত, পরিচালনা করেছেন ওয়াসিম সিতার। ঈদ আয়োজনে নাটকটি দেশ টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেএমএস/এসও