ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হজ নিয়ে প্রিন্স মাহমুদের কবিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
হজ নিয়ে প্রিন্স মাহমুদের কবিতা প্রিন্স মাহমুদ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের দেড়শ’রও বেশি দেশ থেকে হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৫২০ জন মুসলমান।

এর মধ্যে আছেন অনেক বাংলাদেশিও।  

হজে যারা গেছেন তাদের অনুভূতি এবং যারা যেতে পারেননি তাদের উপলব্ধি নিয়ে কবিতা লিখেছেন সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি এর শিরোনাম দিয়েছেন ‘অপার্থিব’।  

গত ৫ সেপ্টেম্বর কবিতাটি লিখেছেন প্রিন্স মাহমুদ। বাংলানিউজ পাঠকদের জন্য এটি শেয়ার করেছেন তিনি।  

প্রিন্স মাহমুদের কবিতা ‘অপার্থিব’
প্রথম বায়তুল্লাহ শরিফ, 
রওজায়ে নববী দেখতে পারার অপার্থিব অনুভূতিতে,
একই পোশাকে একই কেন্দ্রবিন্দুতে সমবেত
হে ঈশ্বর প্রেমে বিলীন মানুষসকল, 
এই মুহূর্তে শরীর নয় কিন্তু মন ঠিকই পড়ে আছে তোমাদের সঙ্গে।
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে,
যখন মুখর হবে আরাফাতের ময়দান সেই ধ্বনিতে
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা - লা - শারিকা - লাকা লাব্বাইক, 
ইন্নাল হামদা ওয়ান্নি-’মাতা লাকা- ওয়াল মূলক, লা-শারীকা-লাক’।
'আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, 
সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সমস্ত সাম্রাজ্যও তোমার’
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে, 
ঠিক সেই মুহূর্তে শরীর নয় 
কিন্তু মন ঠিকই পড়ে থাকবে তোমাদেরই সঙ্গে
ইহরাম বাঁধা মুহূর্ত থেকে, 
মুজদালিফা রাতে খোলা মাঠে প্রত্যাশা ও প্রাপ্তির দোটানায়,
ফজর শেষে, মুঠো ভরে পাথর হাতে মিনায় তাঁবুতে ফিরছ যখন।
শয়তানকে পাথর নিক্ষেপে,
এহরাম ছেড়ে মিনা থেকে মক্কায় বায়তুল্লাহ তাওয়াফে, 
সাফা-মারওয়ায়, 
যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে।
ঠিক সেই মুহূর্তে শরীর নয় 
কিন্তু মন ঠিকই পড়ে থাকবে তোমাদেরই সঙ্গে।  
অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে...

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।