বিয়ের বয়স পেরিয়ে গেলেও লেখালেখির কারণে বিয়ে করেননি কথাশিল্পী ইফতেখার। একদিন একটি কফিশপে বীথিকে দেখার পর থেকে তার প্রতি ভালোলাগা কাজ করে লেখকের।
একসময় তাদের জীবনে চলে আসে একঘেয়েমি। এ কারণে তারা আলাদা থাকতে শুরু করে। কিন্তু আলাদা জীবন যেন আরও বেশি তিক্ত হয়ে ধরা দেয় দু’জনের কাছে।
গল্পটা ‘কফিশপ’ নাটকের। এতে ইফতেখার চরিত্রে অপূর্ব আর বীথির ভূমিকায় অভিনয় করেছেন সুজানা। এক বছর পর আবার একফ্রেমে দেখা যাবে তাদেরকে। গত বছর তানিম রহমান অংশু পরিচালিত ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ নাটকে তারা একসঙ্গে কাজ করেছিলেন।
‘কফিশপ’ লিখেছেন ও পরিচালনা করেছেন রাকেশ বসু। তিনি বললেন, ‘ভালোবাসা যেন জীবনের নিরন্তর পথচলা। চেনা গল্পের জানা কাহিনীকে বারবার অন্য̈ভাবে দেখা। এ ভাবনা থেকেই নাটকটি সাজানো। ’
সম্প্রতি উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টায় আরটিভিতে প্রচার হবে ‘কফিশপ’।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
টিএস/জেএইচ