বিখ্যাত প্রাণিবিজ্ঞানী খোরশেদ আলম মাস তিনেক আগে বগুড়ায় বিরল প্রজাতির বিষাক্ত মাছ নিয়ে গবেষণা করতে গিয়ে এই বিষাক্ত মাছের বিষেই মারা গেছেন। তার মৃত্যুকে সহজে মেনে নিতে পারছিলেন না ছোটকাকু।
এই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ছোটকাকু’ সিরিজের নতুন ধারাবাহিক নাটক ‘বকা খেয়ে বগুড়ায়’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের চরিত্র অবলম্বনে আট পর্বের ধারাবাহিকটি পরিচালনার করেছেন আফজাল হোসেন। তিনিই আছেন ‘ছোটকাকু’ চরিত্রে।
নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী কোনাল। এ ছাড়াও আছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘বকা খেয়ে বগুড়ায়’।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেএইচ