শুভ্রদেব, আগুন, ডলি সায়ন্তনী, মেহরাব, সিঁথি সাহা ও পড়শী- সংগীতাঙ্গনের এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। অভিনয়শিল্পী হিসেবে তারা আসছেন একটি টেলিছবিতে।
ফারিয়া হোসেনের রচনায় আরিফ খানের পরিচালনায় ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শুভ্রদেব, আগুন, ডলি সায়ন্তনী, মেহরাব, সিঁথি সাহা ও পড়শী।
টেলিছবিটিতে শাহেদ চরিত্রে হাজির হবেন আগুন। তার স্ত্রী পলি চরিত্রে অভিনয় করছেন ডলি সায়ন্তনী, তার ছোট বোনের ভূমিকায় পড়শী। এ ছাড়া তিথি চরিত্রে সিঁথি, মিশুক চরিত্রে মেহরাব ও সীমান্ত চরিত্রে অভিনয় করছেন শুভ্রদেব।
শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে ডলি সায়ন্তনী বললেন, ‘কিছুদিন আগেও ভাবিনি অভিনয় করবো। শুটিংয়ের প্রথম দিন আমার ও শুভ্রদার কয়েকটি প্রেমের দৃশ্য ছিলো। এর মধ্যে প্রথম দৃশ্যটি ধারণ করা হয় উত্তরার একটি পার্কে। হাসাহাসির কারণে অনেক শট এনজি হয়েছে। প্রথম শটটি পাঁচবার টেক নেওয়ার পর ঠিক হয়। ’
এ প্রসঙ্গে আগুন বলেন, ‘আমি তো মাঝে মধ্যে অভিনয় করি। এ টেলিছবিতে অন্য কণ্ঠশিল্পীদের পেয়ে বেশ ভালো লেগেছে। দর্শকরা এটি ভালোভাবে নেবেন বলেই মনে হচ্ছে। ’
নির্মাতা জানান, ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিছবিতে আবহসংগীত হিসেবে বাজবে এই পাঁচ শিল্পীর গাওয়া গান। এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন (শনিবার) দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি।
* ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিছবির এক ঝলক:
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
জেএমএস/এসও