ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লতার জন্য ‘বঙ্গবিভূষণ’ সম্মান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
লতার জন্য ‘বঙ্গবিভূষণ’ সম্মান লতা মঙ্গেশকর

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হচ্ছে সংগীতসম্রাজ্ঞী, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজ্য সচিবালয়ে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, অক্টোবরে দুর্গাপুজার পর মুখ্যমন্ত্রী নিজে মুম্বাইয়ে গিয়ে কালজয়ী অনেক গানের শিল্পী লতা মঙ্গেশকরের হাতে তুলে দেবেন এই সম্মান। এর আগে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সংগীতশিল্পী মান্না দের হাতে একই সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা।  

২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। ১৯৮৯ সালে কিংবদন্তি এই শিল্পী পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। এদিকে ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর ৮৮ বছরে পা দেবেন। বিশেষ এই দিনটির আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।