‘এ মাটি নয় জঙ্গীবাদের, এ মাটি মানবতার’- স্লোগান নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও নাটক স্মরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।
আয়োজকরা জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে দুটি নাটক। এগুলো হলো— হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের প্রযোজনা ‘জ্যোতিসংহিতা’ ও সিরাজগঞ্জের নাট্যলোকের প্রযোজনা ‘নারী নসিমন’।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসও