‘এশিয়াটিক ফিল্ম মিডিয়াল’ উৎসবে এবার দেখানো হবে বাংলাদেশের তিনটি ছবি। ফারজানা ববির প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ ছবি তিনটি ইতালির রোমে চলমান ওই উৎসবে দেখানো হবে।
১৭ সেপ্টেম্বর শুরু হওয়া ‘এশিয়াটিক ফিল্ম মিডিয়াল’ উতসবটি চলবে ২ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ফিলিপাইনসহ মোট ২০টি দেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শনী থাকছে।
প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’ তৈরি হয়েছে তিন বীর নারীর বর্তমান জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরও জীবনের তাড়নায় প্রতিনয়ত নতুন যুদ্ধ তাদেরকে তাড়া করে ফিরছে। সমাজে নারীদের টিকে থাকার সংগ্রাম দেখানো হবে এই প্রামাণ্যচিত্রটিতে।
অন্যদিকে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে একজন মধ্যবিত্ত মুসলিম নারীর শহুরে জীবন-যাপনের চিত্র। আর প্রান্তিক জনগোষ্ঠির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী ভাষায় নির্মিত ‘মাই বাইসাইকেল’ ছবিতে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
জেএমএস/এসও