জাহিদ হাসান ও মোশাররফ করিম এ সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দুই অভিনেতা। দু’জনই নাট্যকেন্দ্রে নাট্যচর্চা করে এগিয়েছেন।
সুখবর হলো, জাহিদ ও মোশাররফকে আবার রূপালি পর্দায় একফ্রেমে নিয়ে আসছেন তৌকীর আহমেদ। তার পরিচালিত ‘হালদা’ ছবিতে দেখা যাবে দুই তারকাকে। সঙ্গে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি অঙ্গনের তুমুল জনপ্রিয় তিন তারকাকে এবারই প্রথম কোনো ছবিতে পাওয়া যাবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে এর মহরত অনুষ্ঠিত হয়েছে।
ছবিটিতে জাহিদের চরিত্রটির নাম নাদের। লোকটা বনেদি। তার বড় ব্যবসা আছে। তিনি বললেন, ‘নাদের চরিত্রটি একটু জটিল। এক ধরনের জটিলতা আছে তার মধ্যে। মানুষ সাধারণত আমাকে যেভাবে দেখে, এখানে সেভাবে পাওয়া যাবে না। সম্ভবত দর্শকের রাগ হবে আমার প্রতি! শুধু হিরো না, অভিনেতা হওয়াই আমার লক্ষ্য। তাই নানান চরিত্রে কাজ করতে চাই। পারি কি পারি না সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করি। ’
তৌকীরের পরিচালনায় এবারই প্রথম চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন জাহিদ। তিনি বললেন, ‘তৌকীর ভাই আমাদের নিজের মানুষ। আমরা নাট্যকেন্দ্রে একসঙ্গে নাট্যচর্চা করেছি। তিনি আমাকে ডেকেছেন। আমারও ইচ্ছা হয়েছে কাজটা করার। এ ছবি সম্পর্কে গবেষণা হয়েছে, গল্পটা ভালো। সব মিলিয়ে ভালো কিছুর সঙ্গে থাকলে ভালো বিষয় তৈরি হবে বলে আমি মনে করি। ’
মোশাররফকে দেখা যাবে বদিউজ্জামান চরিত্রে। সে জেলে সম্প্রদায়ের লোক। তিনি বললেন, “তৌকীর ভাইয়ের আগের চার ছবিতেই ছিলাম। এর মধ্যে ‘অজ্ঞাতনামা’য় প্রচুর পরিশ্রম করেছি। এর পান্ডুলিপি হাতে পেয়েই উচ্ছ্বসিত ছিলাম। মনে হচ্ছিলো এটা দারুণ কাজ হবে। সেটা দারুণ কাজ হয়েছে। ‘হালদা’ও অসাধারণ হবে আশা করি। কাজটা ভালো হলে বাংলাদেশের চলচ্চিত্রে আরেকটা ভালো কাজ যুক্ত হবে। ”
তিশার চরিত্রের নাম হাসু। খুব সাহসী একটি মেয়ে। অনেক প্রতিকূলতা থেকে নিজেকে বাঁচিয়ে চলে সে। তিনি বললেন, ‘নতুন নতুন চরিত্রে অভিনয় করা বা কাজকে গ্রহণ করা ও চ্যালেঞ্জ হিসেবে নেওয়া আমাদের কাজ। কারণ দর্শকরা আমাদেরকে চ্যালেঞ্জিং কাজে দেখতে পছন্দ করে। এজন্য আমরা চ্যালেঞ্জ নিতে সাহস পাই। পান্ডুলিপি থেকে শুরু করে যে লোকেশনে আমরা কাজ করবো, যার পরিচালনায় কাজ করবো, মানুষের প্রত্যাশা নিঃসন্দেহে অনেক বেশি থাকবে, সুতরাং এটাও চ্যালেঞ্জই হয়ে গেলো। ’
দর্শকদের প্রতি তিশা বলেন, ‘আমরা অনেক পরিশ্রম দিয়ে কাজ করি। অনেক চ্যালেঞ্জ নিয়ে বিপদ ঠেলে কাজ করি শুধু আপনাদের জন্য। ভালো লাগলে সিনেমা হলে এসে দেখবেন, এটাই আমাদের আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া দর্শকদের কাছে। তাদের মুখে আমাদের কাজের প্রশংসা যতো হবে ততো ভালো কাজ দিতে পারবো। ’
গল্পে নাদেরের প্রথম স্ত্রী জুঁইয়ের ভূমিকায় আছেন রুনা খান। গ্রামের খুব সহজ-সরল একজন নারী সে। খুব অল্প বয়সে বিয়ে হয় তার। জুঁই পরিবারে স্বামীর মাধ্যমে নির্যাতিত হয়। আবার একটা পরিস্থিতিতে গিয়ে সে-ও নির্যাতনের শিকার করে অন্যকে। তৌকীরের পরিচালনায় তিনিও প্রথমবার কাজ করতে যাচ্ছেন। তার কথায়, ‘এ ছবির মূল বিষয়টা হলো নদী এবং নারীর সম্পর্ক। নদী যেমন বিভিন্ন বিষয় পেরিয়ে তার গতিপথ চলে, নারীর ক্ষেত্রেও তেমনই। নদী ও নারীকে একাত্ম করে গল্পটি সাজানো হয়েছে। জীবনের বিভিন্ন সময়ে শোষিত হয়, আবার অন্যের ওপর শোষণ চালায়। ’
‘অজ্ঞাতনামা’য় মোশাররফের পাশাপাশি ফজলুর রহমান বাবুও ছিলেন। ‘হালদা’য় তার চরিত্রের নাম মনু মিয়া। তিনি হাসুর বাবা। লোকটা জেলে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছবিটির দৃশ্যায়ন শুরু হবে।
‘হালদা’ পরিচালক হিসেবে তৌকীর আহমেদের পঞ্চম চলচ্চিত্র। এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’ নামে চারটি ছবি পরিচালনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ