ঈদের চলচ্চিত্র ‘বসগিরি’ বাজিমাত করেছে। ৯৩টি হলে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় সপ্তাহে চলবে ১১৪টিতে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ‘বসগিরি’র পরিচালক শামীম আহাম্মেদ রনি বলেন, ‘ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। দ্বিতীয় সপ্তাহে ২১টি হল বেশি পাওয়া সহজ কথা নয়। এর মধ্যে ৭৪টি হলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো চলবে ছবিটি। দর্শকদের ভালো লাগা আমাদের শ্রমকে সার্থক করেছে। ’
প্রতিযোগিতার মধ্য দিয়ে ঈদে মুক্তি পায় ‘বসগিরি’, ‘শুটার’ ও ‘রক্ত’ ছবিগুলো। এর মধ্যে শাকিব বুবলীর অন্য ছবি ‘শুটার’ বেশি সংখ্যক হল পেলেও আলোচনায় উঠে আসে একই জুটির ছবি ‘বসগিরি’। অন্যদিকে পরী মনি অভিনীত লেডি অ্যাকশন ছবি ‘রক্ত’ মোটামুটি দর্শক টানতে সক্ষম হয়। সারা দেশের হলগুলোতে দ্বিতীয় সপ্তাহের মতো চলবে তিনটি ছবিই। এর মধ্যে বেশি সংখ্যক হল পেয়ে নতুন রেকর্ড গড়লো টপি খান প্রযোজিত খান ফিল্মসের ‘বসগিরি’।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এসও