প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২) । প্রথম বাঙালি নারী শহীদ।
বীরকন্যার আত্মাহুতি দিবসে বিকেল সাড়ে ৪টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ব্যালকনি হলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা এই উদ্যোগ নিয়েছেন। এখানে প্রীতিলতার নামে ওয়েবসাইট (www.banglarpritilata.com) উদ্বোধন করা হবে। পাশাপাশি থাকছে আলোচনাসভা।
আয়োজকরা জানান, ‘এ সময়েও কেনো প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখবেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, নাট্যজন মমতাজউদ্দিন আহমদ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আয়শা খানম, মঞ্চকুসুম শিমূল ইউসুফ, কবি কাজী রোজী, সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এসও/জেএইচ