ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক নিয়েই বেশি ব্যস্ততা তার ।
২০১০ সালে প্রথমবারের মতো একটি নারকেল তেলের টিভিসির মডেল হন। এরপরই ডাক পেয়েছিলেন গ্রামীণফোনের, ‘টুকিতো আমাকে না বলে চলে গেলো’ শিরোনামের বিজ্ঞাপনটিতে মডেল হয়ে খ্যাতি পান।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাবিলা মডেল হিসেবে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘আহমেদ সস’-এর এই বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন রুবাইয়েত মাহমুদ। সাবিলা বাংলানিউজকে বললেন, ‘ঈদের পর বিজ্ঞাপনের মধ্য দিয়েই আবার শুটিং শুরু করেছি। চার মাস পর আবার বিজ্ঞাপনে কাজ করছি। ’ ঈদুল আজহায় সাবিলা অভিনীত ৮টি নাটক প্রচার হয়েছে। শিহাব শাহিন পরিচালিত ‘মন শুধু মন ছুঁয়েছে’, অঞ্জন আইচের টেলিছবি ‘সাইরেন’ ও কাজল আরেফিন অমির ‘ভিডিও’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। ফেসবুকসহ ব্যাক্তিগতভাবে অনেকেরই প্রশংসা পেয়েছেন সাবিলা। এর মধ্যে সাবিলার প্রিয় কাজ কোনটি? উত্তরে বললেন, “মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘সাইরেন’ আমার সবচেয়ে প্রিয় কাজ। টিভিতে নাটকগুলো শেষ পর্যন্ত দেখার সময়-সুযোগ ছিলো না। ”
নাটকগুলোতে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতি নিতে হয়েছিলো এই অভিনেত্রীকে। সাবিলা জানান, বাক ও শ্রবণ প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বললেন, “মন শুধু মন ছুঁয়েছে’ নাটকটির জন্য সাংকেতিক ভাষা শিখতে হয়েছে। প্রথমত একটু চিন্তিত ছিলাম চরিত্রটি কি আদৌ ফুটিয়ে তুলতে পারবো! সংলাপ ছাড়া শুধু অভিব্যাক্তির মাধ্যমে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে ভালোভাবেই কাজটি শেষ করেতে পেরেছিলাম। দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে। ”
সাবিলা আরও বলেন, “সাইরেন’ টেলিছবিটিতে তিনজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তারিক আনাম খান, সূবর্ণা মুস্তাফা ও সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে কাজ করতে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম!”
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেএমএস/এসও