বেসরকারি টিভি চ্যানেল জিটিভির প্রতিশ্রুতি ‘যা দেখতে চান পাবেন’। কিন্তু দেশের দৃষ্টিহীন জনগোষ্ঠীর কাছে এটা হয়তো নিতান্তই অর্থহীন এক অঙ্গীকার।
বেসরকারি সংস্থা সাইট সেভার্সের কারিগরি সহযোগিতায় দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া এবং তাদের স্বপ্নপূরণের গল্প নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। এর প্রতি পর্বে থাকবে একজন দৃষ্টিহীনের জীবন সংগ্রাম, তার স্বপ্ন এবং চোখে অস্ত্রোপচারের পর তার বদলে যাওয়া জীবন এবং স্বপ্নপূরণের কথা।
‘স্বপ্ন দেখে চোখ’-এর মাধ্যমে জীবন বদলে যাওয়া এমনই এক যুবক শেরপুরের সামিউল। মাত্র ছয় মাস বয়স থেকে চোখের আলো হারিয়েছেন তিনি। আঁধার ভরা শৈশব-কৈশোরে সামিউলকে পাড়ি দিতে হয়েছে জীবন সংগ্রামের লম্বা পথ। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সামিউল ভালোবেসেছেন ক্রিকেটকে। সামিউলের স্বপ্ন ছিলো একদিন ফিরবে চোখের আলো। এর মাধ্যমে দেখবেন স্টেডিয়ামে হাজার দর্শকের সঙ্গে বাংলাদেশের খেলা।
জিটিভি ও সাইটসেভার্সের যৌথ উদ্যোগে সামিউল ফিরে পেয়েছে দৃষ্টি। তার আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে গত ৯ অক্টোবর। ওইদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখেছেন তিনি। সামিউলের স্বপ্নপূরণের মধ্য দিয়ে শুরু হয় ‘স্বপ্ন দেখে চোখ’-এর আনুষ্ঠানিক যাত্রা। শিগগিরই জিটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ