ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

শেখ রাসেলকে নিয়ে গানের ভিডিওতে বাবু ও মুরাদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
শেখ রাসেলকে নিয়ে গানের ভিডিওতে বাবু ও মুরাদ ফজলুর রহমান বাবু ও আরমান পারভেজ মুরাদ

১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মেছিলেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রোববার (১৭ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে ‘ও রাসেল’ শিরোনামের একটি গানের ভিডিও। এতে মডেল হয়েছেন দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও আরমান পারভেজ মুরাদ। তাদের সঙ্গে আছে গানটির গায়ক শিশুশিল্পী প্রেম ইসলাম।

‘ও রাসেল ও রাসেল তুমি আমাদের প্রিয় ভাই’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন চয়ন ইসলাম। গল্পনির্ভর মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন আবু তৌহিদ হীরন।

গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। তিনি বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনে এটি আমাদের উপহারস্বরূপ। গানটির মাধ্যমে আমরা শিশু রাসেলকে অকালে হারানোর আবেগ ধরতে চেয়েছি। ’

১৯৭৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো দুরন্ত শিশু শেখ রাসেল। ওই বছরের ১৫ আগস্ট নরঘাতকের দল তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

* ‘ও রাসেল’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।