ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদ্যাকে ধরিয়ে দিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বিদ্যাকে ধরিয়ে দিন!

‘কাহানি’তে অন্তঃসত্ত্বা সেজে স্বামীর খুনিকে খুঁজতে থাকা বলিষ্ঠ নারীর ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হন বলিউড তারকা বিদ্যা বালান। চার বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি হলো।

‘কাহানি টু’তে দুর্গা রানী সিং চরিত্রে রূপালি পর্দায় আসবেন তিনি।

এরই মধ্যে ‘কাহানি টু’র ফাস্র্ট লুক বেরিয়েছে। এতে নীল রঙা সোয়েটার পরা বিদ্যার সাদাসিধে একটি ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিছু তথ্য। যেমন- নাম-দুর্গা রানী সিং। বয়স-৩৬ বছর। উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি। মুখ-উজ্জ্বল। ছবির ওপরে লেখা- ‘ওয়ান্টেড ফর কিডন্যাপিং অ্যান্ড মার্ডার’।

নতুন ‘কাহানি’তে বিদ্যাকে দেখা যাবে পলাতক দাগী আসামী হিসেবে। পুলিশের ভাষায় যাকে বলে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে দুর্গা রানীর বিরুদ্ধে। তাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় এক দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তাকে। এ চরিত্রে আছেন অর্জুন রামপাল। এ ছাড়াও অভিনয় করেছেন যুগল হংসরাজ, ভারতের বাংলা ছবির অভিনেতা টোটা রায় চৌধুরী।

‘কাহানি’র মতো নতুন ছবিটির প্রেক্ষাপটও পশ্চিমবঙ্গ। তবে আগের ছবির কোনো ছায়া এতে পাওয়া যাবে না বলে জানিয়েছেন সুজয় ঘোষ। বরং তিনি এটাকে প্রিক্যুয়েল হিসেবেই উল্লেখ করছেন। ‘কাহানি টু’র বেশিরভাগ চিত্রায়ন হয়েছে কলকাতার কাছে কালিমপং ও চন্দননগরে।

দুই বছর আগে ‘দুর্গা রানী সিং’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক সুজয় ঘোষ। কিন্তু পরে তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি জানা যায়, নামটি নিয়ে কাজ করার উপলক্ষ্য খুঁজে পেয়েছেন তিনি। ছবিটা যেহেতু হচ্ছে না, তাই নিজের পরিচালিত ‘কাহানি টু’র প্রধান নারী চরিত্রের জন্য এই নাম বেছে নিলেন সুজয়।

এ বছরের মার্চে দৃশ্যায়ন শুরু হয়ে শেষ হয় মে মাসে। ‘কাহানি টু’ মুক্তি পাওয়ার কথা ছিলো আগামী ২৫ নভেম্বর। কিন্তু তা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২ ডিসেম্বর। কারণ ২৫ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত শাহরুখ খান ও আলিয়া ভাট জুটির ‘ডিয়ার জিন্দেগি’র সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চান না ‘কাহানি টু’র প্রযোজক জয়ন্তীলাল গাদা। তিনি জানান, আলিয়ার বাবা মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্কটা পরিবারের মতো। এ কারণেই ‘কাহানি টু’র মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন গাদা। পরিচালক সুজয় ঘোষও যোগ করে জানান, ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তির প্রথম দিন প্রথম প্রদর্শনীতেই দেখতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।