ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীর মারামারিতে মুগ্ধ জন অ্যাব্রাহাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সোনাক্ষীর মারামারিতে মুগ্ধ জন অ্যাব্রাহাম সোনাক্ষী সিনহা ও জন অ্যাব্রাহাম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাহস ও মনোবল দেখে মুগ্ধ অ্যাকশন হিরো জন অ্যাব্রাহাম। তাদের অভিনীত ‘ফোর্স টু’র একটি গান প্রকাশিত হয়েছে শুক্রবার (২১ অক্টোবর)।

এর শিরোনাম ‘রঙ লাল’।

এ অনুষ্ঠানে ‘ঢিশুম’ তারকা জন বলেছেন, ‘এ ছবিতে সোনাক্ষী যেসব অ্যাকশন দৃশ্যে কাজ করেছে, এমন সুযোগ পরিচালকরা অভিনেত্রীদের দিতে চান বিশেষভাবে। যদিও নায়িকাদেরকে নাচ-গানেই দেখতে ভালো লাগে আমাদের। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে কেউ যদি মেয়েদেরকে অ্যাকশন দৃশ্যে কাজ করান তাহলে তা আমাকে মুগ্ধ করে। ’

যোগ করে জন বলেন, ‘‘শুটিংয়ের দ্বিতীয় দিন যখন শুনলাম, একটি বিস্ফোরণের দৃশ্যে আমাদের দু’জনকেই লাফ দিতে হবে। আমি চিন্তিত ছিলাম। ভাবছিলাম কীভাবে সোনাক্ষীকে লাফ দিতে বলবো? অবশেষে সে লাফ দিয়েছে। এরপরই বুঝেছি এই মেয়ে সবকিছু করতে পারে। ’’

৪৩ বছর বয়সী জন আরও বললেন, ‘সোনাক্ষী একটি অ্যাকশন দৃশ্যেও না বলেনি। ও পুরোপুরি চমৎকার আর স্বাচ্ছন্দ্যময় ছিলো। ওকে দেখে মনে হয়েছে ছবিতে মেয়েদের প্রচুর অ্যাকশন দৃশ্য থাকতে পারে। ’

বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে ‘রকি হ্যান্ডসাম’ তারকা জন বলেন, ‘আমার মনে হয়, যথেষ্ট কথাবার্তা হয়েছে এ নিয়ে। আমি সবসময়ই বলেছি, আমার কাছে দেশ আগে। এটা হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান ধর্মের ব্যাপার নয়, আমরা সবাই ভারতীয়। ’

‘রঙ লাল’ গানের ভিডিওতে গায়ক দেব নেগিকে সঙ্গ দিয়েছেন জন অ্যাব্রাহাম। ঠোঁট মিলিয়েছেন সোনাক্ষীও। এর সংগীত পরিচালনা করেছেন গৌরব রোশিন।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফোর্স’ ছবির সিক্যুয়েল ‘ফোর্স টু’ পরিচালনা করেছেন অভিনব দেও। এতে সন্ত্রাসী শিব চরিত্রে আছেন ‘মারদানি’ তারকা তাহির ভাসিন। তাকে ধরতে একসঙ্গে কাজ করে এসিপি যশবর্ধন ও র-প্রতিনিধি কেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। এরই মধ্যে ‘ফোর্স থ্রি’ প্রযোজনা পরিকল্পনা করে ফেলেছেন জন।  

* ‘রঙ লাল’ গানের ভিডিও:

* ‘ফোর্স টু’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।