ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নৃত্যাঞ্চলের ‘মহুয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নৃত্যাঞ্চলের ‘মহুয়া’ শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা

নাচের দল নৃত্যাঞ্চল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মঞ্চে এনেছে নৃত্যনাট্য ‘মহুয়া’। এতে অংশগ্রহণ করেছেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা।

এ ছাড়াও আছেন নৃত্যাঞ্চলের আরও ৩০ জন নৃত্যশিল্পী।

‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে ‘মহুয়া’র প্রদর্শনী হবে। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে দেখা যাবে এটি।

শামীম আরা নীপার পরিচালনায় নৃত্যনাট্যটির সংগীত বিন্যাস করেছেন তপন দে। মুখ্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা, সাদী মহম্মদ ও কিরণ চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।