উডওয়ার্ক, মেটালওয়ার্ক, ট্যাপেস্ট্রি, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, মুখোশ ইত্যাদি বিভিন্ন মাধ্যমের মোট ৩০টি সৃজনশীল কাজ নিয়ে আয়োজন করা হয়েছে তরুণ শিল্পী জয়দেব বিশ্বাসের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। এর শিরোনাম ‘কারুশিল্পের নান্দনিকতা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২-এ সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি থাকবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার ও কারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপক শিল্পী আব্দুস শাকুর শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো.ফারুক আহাম্মদ মোল্লা। প্রদর্শনী চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।
বাংলাদেশ সময় : ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ