মণিপুরি থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে মাসব্যাপী নাট্যমেলা। এর স্লোগান ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’।
ঘোড়ামারা গ্রামের নটমন্ডপে মাসব্যাপী নাট্যমেলা প্রসঙ্গে শুভাশিস সিনহা জানান, সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলোর প্রদর্শনী হবে। এ আয়োজনে ঢাকা থেকে অংশ নিতে যাচ্ছে থিয়েটার (বেইলি রোড), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায় এবং প্রাচ্যনাট।
আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় নাট্যমেলার উদ্বোধন করবেন নাট্যব্যাক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। এ সময় থাকবে মণিপুরি থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে এটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। পরদিন (২৮ অক্টোবর) মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ও মঞ্চকুসুম শিমূল ইউসুফ অভিনীত ‘বিনোদিনী’।
আগামী ৪ নভেম্বর রয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে এটি লিখেছেন আনন জামান, নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক। ৫ নভেম্বর থাকবে মণিপুরি থিয়েটারের ‘লেইমা’। লোরকার কাব্যনাটক ‘ইয়ের্মা’ থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় এটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
থিয়েটার (বেইলি রোড) ১১ নভেম্বর মঞ্চায়ন করবে ত্রপা মজুমদারের নির্দেশনায় ‘মুক্তি’। ১২ নভেম্বর থাকছে মণিপুরি থিয়েটারের ‘শ্রী কৃষ্ণকীর্তন’। বুড়ু চন্ডীদাসের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
আগামী ১৮ নভেম্বর রয়েছে এস এম সোলায়মানের নির্দেশনায় থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’। ১৯ নভেম্বর মণিপুরি থিয়েটার মঞ্চায়ন করবে ‘ইঙাল আঁধার পালা’। রচনা ও নির্দেশনায় শুভাশিস সিনহা। দলটি ২৪ নভেম্বর পরিবেশন করবে ‘দেবতার গ্রাস’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
২৫ নভেম্বর) থাকবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’। নির্দেশনায় আজাদ আবুল কালাম। মাসব্যপি উৎসবের সমাপনী দিনে ২৬ নভেম্বর সন্ধ্যায় নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে ‘দেওয়ান গাজীর কিসসা’। এটি নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর।
গত ২৫ সেপ্টেম্বর ছিলো মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী। এর সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে থাকছে বছরব্যাপী নানা আয়োজন। এ ধারাবাহিকতায় এরই মধ্যে নটমন্ডপে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ‘মুল্লুক’ মঞ্চস্থ হয়েছে। এবার ঢাকার প্রথম সারির নাট্যদল ও মণিপুরি থিয়েটারের নাটক নিয়ে মাসব্যাপী নাট্যমেলার আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বরে ঢাকার শিল্পকলা একাডেমিতে শুধু মণিপুরি থিয়েটারের ছয়টি নাটক নিয়ে সপ্তাহব্যাপী উৎসব করবো আমরা। ’
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ