সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনের ‘নজরুল মেলা’র আয়োজন করেছে নজরুলসংগীত শিল্পী পরিষদ। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় এর উদ্বোধন করবেন ফেরদৌসী রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি অনিন্দিতা কাজী ও খিলখিল কাজী।
মেলা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এতে নজরুলসংগীত শিল্পী নাশিদ কামাল, ফাতেমা-তুজ-জোহরা ও সুজিত মোস্তফাকে সম্মাননা জানাবে নজরুলসংগীত শিল্পী পরিষদ। সংগঠনটির চেয়ারম্যান ফেরদৌসী রহমান জানিয়েছেন, মেলার প্রথম দিন উৎসর্গ করা হচ্ছে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদকে। দ্বিতীয় দিন ফিরোজা বেগম ও সমাপনী দিনের আয়োজন উৎসর্গ করা হবে সোহরাব হোসেনকে।
আব্বাসউদ্দিন আহমেদের রেকর্ড করা নজরুলের ৭০টি গান নিয়ে ‘ভুলিতে পারিনে তাই’ নামের সিডির প্রকাশনা হবে মেলায়। ফিরোজা বেগম ও সোহরাব হোসেনের রেকর্ড করা গান নিয়ে প্রকাশ হবে আরেকটি অ্যালবাম। এগুলো গেয়েছে নজরুলসংগীত শিল্পী পরিষদের ৬১টি জেলার শাখার শিশুশিল্পীরা।
উদ্বোধনী আয়োজনে একক কণ্ঠে গাইবেন শাহীন সামাদ, ফেরদৌস আরা ও ইয়াকুব আলি খান। লুবনা মরিয়মের নৃত্য পরিচালনা ও সাধনার পরিবেশনায় থাকবে নৃত্যনাট্য ‘বাদল বরিষণে’। দ্বিতীয় দিন দলীয় নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। গাইবেন ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, সুমন চৌধুরী ও শহীদ কবির পলাশ।
সমাপনী অনুষ্ঠানে নাচবে মুনমুন আহমেদের দল। আবৃত্তি করবেন সীমা ইসলাম। গাইবেন ইয়াসমিন মুশতারি, রওশন আরা সোমা, ডালিয়া নওশীন, আশীষ কুমার সরকার, বুলবুল মহলানবীশ ও রাহাত আরা গীতি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নানান পরিবেশনায় মুখর থাকবে মেলা।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেএইচ