ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বেসুরো গাওয়ার প্রশিক্ষণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বেসুরো গাওয়ার প্রশিক্ষণ! ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’ ছবিতে মেরিল স্ট্রিপ

কীভাবে বেসুরো গাইতে হয় তা শিখতে ঘাম ঝরালেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ! কারণ বেসুরো গান করতেন এমন এক কেতাদুরস্ত নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সোমবার (২৪ অক্টোবর) জাপানে সাংবাদিকদের খবরটি দিলেন ৬৭ বছর বয়সী এই তারকা।

মেরিল অভিনীত ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’ নামের ছবিটি প্রদর্শিত হয়েছে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম আসরে। ব্যক্তিজীবনে তিনি বেড়ে উঠেছেন সংগীতানুরাগী পরিবারে। কিন্তু চরিত্রের প্রয়োজনে যতোটা সম্ভব খারাপ গাওয়া যায় তা শেখার পেছনে খাটতে হলো তাকে।

২০০৮ সালে ‘মামা মিয়া। ’, ২০১৪ সালে ‘ইনটু দ্য উডস’ এবং গত বছর ‘রিকি অ্যান্ড দ্য ফ্লেশ’ ছবি তিনটিতে অভিনয়ের পাশাপাশি গানে গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন মেরিল। কিন্তু এবার তাকে করতে হলো উল্টোটা।

সাংবাদিকদের মেরিল স্ট্রিপ বলেছেন, ‘খুবই বেসুরো গাওয়া শিখতে পেরেছি। কারণ আমার প্রশিক্ষক ছিলেন ভালো একজন অপেরা কোচ। দুই মাসের প্রস্তুতি নেওয়ার পর দেখা গেছে, আমি গাইলে আর সামনে কোনো শ্রোতা পাওয়া যেতো না। থাকলেও তারা কানে গুজে রাখতেন তুলা। ’

চল্লিশের দশকে আমেরিকান নারী ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স কেতাদুরস্ত ডিভা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তবে এর চেয়েও বেশি দুর্নাম তিনি কুড়িযেছেন ভীষণ বেসুরো গলার কারণে।

স্টিফেন ফ্রিয়ার্স পরিচালিত ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’-এ আরও অভিনয় করেছেন হিউ গ্র্যান্ট, রেবেকা ফার্গুসন, সিমন হেলবার্গ প্রমুখ। ১ কোটি ৯০ লাখ ডলারে বানানো ছবিটি আয় করেছে ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেএইচ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।