ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলন রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলন রোববার

ঢাকা: নভেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬।

এ উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) ঢাকা ওয়েস্টিন হোটেলের বলরুম-৩ এ বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনদিনব্যাপী এ উৎসব বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয়বারের মতো ইভেন্টটি পরিচালনা করছে সান ইভেন্টস।

লোকসংগীতই হবে বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ- এ বাস্তবতা ও অনুপ্রেরণা থেকে দ্বিতীয়বারের মতো আয়োজনটিতে দর্শকরা আগের মতোই বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।