ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিনোদন হাইলাইটস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিনোদন হাইলাইটস ‘হারজিৎ’ ছবির দৃশ্যে মাহিয়া মাহি ও সজল

দেশ-বিদেশের বিনোদন আঙিনায় প্রতিনিয়ত ঘটে নতুন নতুন ঘটনা। এগুলো জানার আগ্রহ থাকে সব বয়সী ভক্তদের।

চলচ্চিত্র, মঞ্চনাটক, সংগীত, টেলিভিশনের শিল্পীরা কে কি করছেন কিংবা বিনোদন অঙ্গনে কী ঘটছে তা জানতে সব বয়সী মানুষের মধ্যেই থাকে কৌতূহল। তেমন কয়েকটি খবর রইলো এখানে।

* ‘হারজিৎ’ থেকে অভিনেতা সজলের বাদ পড়ার খবরটি গুজব। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে দেখা যাবে তাকে। এটি নিশ্চিত করেছেন প্রযোজক নুজহাত আলভী।

* ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলো রুবাইয়েত হোসাইন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। গত ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজনের পর্দা নামে ২৫ অক্টোবর। এতে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা ছবিগুলোকে তিনটি বিভাগে দেওয়া হয় পুরস্কার। ‘আন্ডার কনস্ট্রাকশান’ পেয়েছে জুরি পুরস্কার। অনুষ্ঠানে পরিচালকের সঙ্গে ছিলেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা শাহানা গোস্বামী। এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত এশিয়া চলচ্চিত্র উৎসবে ছবিটি তিনটি বিভাগে পুরস্কার জেতে।

* ‘আয়নাবাজি’ ছবির পাইরেসি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তার নাম আতিকুর রহমান অভি। গত ২৬ অক্টোবর রাতে বাড্ডা এলাকায় এক অভিযানে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত একটি সার্ভার ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

* থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৬’ পাচ্ছেন তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু। ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্মারক বক্তৃতা প্রদান করবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্য গবেষক ড. আশিস গোস্বামী। আলোচক থাকবেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা। অনুষ্ঠানে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান পরিবেশন করবে থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।

* জাপানের গুরুত্বপূর্ণ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘ফেস্টিভ্যাল টোকিও’তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রণ পেয়েছেন নাট্যজন জাহিদ রিপন। উৎসবে যোগদানের জন্য আগামী ৩ নভেম্বর জাপান যাচ্ছেন তিনি। আগামী ৬ নভেম্বর ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন নাট্যচর্চা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।