ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক বছরের জন্য প্রসূনকে বয়কট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এক বছরের জন্য প্রসূনকে বয়কট প্রসূন আজাদ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী প্রসূন আজাদকে এক বছরের জন্য বয়কট করলো ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। শুটিং সংক্রান্ত অপেশাদার আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

গত ১৮ অক্টোবর একটি নাটকের শুটিংয়ে প্রসূনের অপেশাদার আচরণ নিয়ে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রোডিচার্স অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ জমা দেন পরিচালক রোকেয়া প্রাচী। ওইদিন রাতেই প্রসূন ফেসবুকে এ বিষয়ে আপত্তিকর, অশালীন ও মানহানিকর স্ট্যাটাস দিয়েছেন বলে দাবি সংগঠনটির।

প্রসূন তার লেখায় কোনো পরিচালকের নাম উল্লেখ না করায় সব নির্মাতার জন্য স্ট্যাটাসটি বিব্রতকর ও সম্মান হানিকর হিসেবে দেখছে ডিরেক্টরস গিল্ড। একই দিন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ হক অলিক তাকে কিছু বলার থাকলে লিখিতভাবে জমা দিয়ে স্ট্যাটাসটি মুছে ফেলার অনুরোধ জানান।

কিন্তু প্রসূন তার স্ট্যাটাস প্রত্যাহার করে নেবেন না বলে দৃঢ়ভাবে জানান। উল্টো তিনি জানিয়ে রাখেন, ধারাাহিকভাবে এ ধরনের আরও স্ট্যাটাস পোস্ট করবেন। তার এ আচরণকে অশিল্পীসুলভ হিসেবে দেখা হচ্ছে।

এর প্রেক্ষিতে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রোডিচার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে গত ২৫ অক্টোবর প্রসূনকে তার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। কিন্তু তিনি বেঁধে দেওয়া সময়ের মধ্যে এর উত্তর দেননি।

এ আচরণের মাধ্যমে প্রসূন তিনটি সংগঠনকে অপমানিত করেছেন দাবি করে তাকে বয়কট করা হলো। তাই ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রোডিচার্স অ্যাসোসিয়েশনের কোনো সদস্য তাকে নিয়ে এক বছর কাজ করবেন না।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রোডিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান ও অভিনয় শিল্পী সংঘের সদস্য সচিব আহসান হাবিব নাসিম এক চিঠিতে এসব তথ্য জানান।

এদিকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটায় ফেসবুকে এক স্ট্যাটাসে প্রসূন সাংবাদিকদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘সাংবাদিক ভাইয়েরা, কোনো সাক্ষাৎকার দিতে চাই না। কোনো ফোনও করবেন না প্লিজ। আমি খুশি ও ধন্য। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।