অভিনেত্রী মিলা কুনিস হলিউডের একজন প্রযোজকের তীব্র নিন্দা করেছেন। তবে তার নাম জানাননি তিনি।
এ-প্লাস ডটকমে প্রকাশিত এক খোলা চিঠিতে ‘জুপিটার অ্যাসেন্ডিং’ তারকা মিলা বলেন, ‘শরীর দেখাতে রাজি হইনি দেখে ওই প্রযোজক আমাকে হুমকি দিয়েছিলেন, হলিউডে আর কখনও কাজ করতে পারবো না। নিজেকে নিয়ে আর কোনো আপস করতে চাই না। আমি খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিলাম। তাই ক্যারিয়ারে প্রথমবারের মতো শরীর দেখাতে না বলেছি। কিন্তু তাতে আমার পৃথিবী থেমে যায়নি। ছবিটি প্রচুর ব্যবসা করেছে এবং আমিও হলিউডে একের পর এক কাজ করে যাচ্ছি। নিজেকে পুরুষকেন্দ্রিক চলচ্চিত্র শিল্পে একজন সফল নারী হিসেবেই দেখি। ’
মিলা দৃঢ়চিত্তে জানিয়ে রেখেছেন, আগামীতেও নিজের জন্য তার এমন অবস্থান অব্যাহত থাকবে। ৩৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমরা ধরেই রাখি, মুখ খুললে বা প্রতিবাদ জানালে আমাদের জীবন হুমকির মুখে পড়বে। মেয়ে বলে ক্যারিয়ার জুড়ে এমন অনেক অবমাননা, অবহেলা, কম পারিশ্রমিক পাওয়া, সৃজনশীলতায় উপেক্ষিত হওয়ার পরিস্থিতিতে পড়েছি। ’
যোগ করে মিলা বলেন, ‘সবসময় মানুষকে বেনিফিট অব দ্য ডাউট দেওয়ার চেষ্টা করেছি। আমার সম্পর্কে আরও জানা, আরও অভিজ্ঞতা হওয়ার মাধ্যমে এসবের নিরসন হতে পারে ভেবেছি। মনে হতো আমিই হয়তোবা বুঝে উঠতে পারছি না। তাই অনেক আপস করেছি। আর না। এ ধরনের মন্তব্যের মুখোমুখি হতেই বলিষ্ঠ ভূমিকা রেখেছি। আমার বেলাতেই যেখানে এমন ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সর্বত্র নারীদেরকে আরও ব্যাপকভাবে হেনস্থা করা হয়। ফলে এমন মানুষগুলোকে হাড়ে হাড়ে শিক্ষা দিতে মনস্থির করেছি। ’
একসময় তিনজন নারীর সঙ্গে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছিলেন মিলা। তার দাবি, তখন একজন পুরুষ প্রযোজক তাকে বর্ণনা করেন হলিউড অভিনেতা অ্যাস্টন কুচারের হবু স্ত্রী ও তার সন্তানের মা হিসেবে। তিনি বলেন, ‘একজন সফল মানুষের সঙ্গে সম্পর্ক আর সন্তান লালন-পালন ছাড়া তিনি আমাকে কোনো মূল্যই দিলেন না। এটা আমাদের উল্লেখযোগ্য সৃষ্টিশীল ও যৌক্তিক অবদানকে খাটো করেছে। তাই আমরা প্রতিষ্ঠানটি থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। ’
এ বছরের জুলাইয়ে কুচারকে বিয়ে করেন মিলা। তিনি এখন সন্তানসম্ভবা। তাদের কন্যা ওয়াইয়াট ইসাবেলের জন্ম হয় ২০১৪ সালের অক্টোবরে।
ইউক্রেনে জন্ম নেওয়া মিলা ২০১০ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবসে সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। সবশেষ তাকে দেখা গেছে ‘ব্যাড মমস’ ছবিতে। তার অভিনীত চলচ্চিত্রের তালিকায় আরও উল্লেখযোগ্য ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘ডেট নাইট’ প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ