ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকায় স্কুল প্রজেক্টের বিষয়বস্তু প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
আমেরিকায় স্কুল প্রজেক্টের বিষয়বস্তু প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ১২ বছরের বালিকা প্রিয়া শাহ তার স্কুল প্রজেক্টের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ খবরে তিনি অভিভূত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ১২ বছরের বালিকা প্রিয়া শাহ তার স্কুল প্রজেক্টের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ খবরে তিনি অভিভূত।

প্রিয়া হলো অরচার্ড লেক মিডেল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের একটি প্রজেক্টে তার বক্তৃতার বিষয় ছিলো প্রিয়াঙ্কা। মঙ্গলবার (৮ নভেম্বর) এটি টুইটে শেয়ার করেছেন তিনি। সঙ্গে ধন্যবাদ জানিয়ে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমার প্রজেক্টের বিষয়বস্তু হওয়ার মতো মনে করায় ধন্যবাদ। ’

বক্তৃতায় ২০০০ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর বিনোদন দুনিয়ায় সাফল্যের কেন্দ্রবিন্দুতে উঠে আসার ক্ষেত্রে প্রিয়াঙ্কার চড়াই-উতরাইয়ের বর্ণনা দিয়েছেন প্রিয়া। সাফল্যের সোনার হরিণ ধরার পথে প্রিয়াঙ্কা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তা-ও উল্লেখ করেছে মেয়েটি।

প্রিয়ার বক্তৃতায় ছিলো প্রিয়াঙ্কা অভিনীত ‘মেরি কম’ ও ‘গুন্ডে’ ও ‘ফ্যাশন’ ছবির সংলাপ। এর মধ্যে ‘ফ্যাশন’-এর জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি।

এখন আমেরিকায় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো টু’ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। এতে সিআইএ এজেন্ট অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তার প্রযোজিত মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’ মুক্তি পেয়েছে।

এদিকে হলিউডে নিজের প্রথম ছবি ‘বেওয়াচ’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন প্রিয়াঙ্কা। এতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পীরা হলেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্ড্রা ড্যাডারিওসহ অনেকে।

বলিউডে এখন কোনো ছবিতে কাজ করছেন না প্রিয়াঙ্কা। তার সবশেষ হিন্দি ছবি ছিলো প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’। এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে দেখা গেছে তাকে।

* প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্রিয়া শাহের বক্তব্য:

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।