মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা (এমপিএএ) ও যুক্তরাষ্ট্রে অস্ট্রেলীয় দূতাবাসের আয়োজনে বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এমপিএএ অ্যাপসা অ্যাকাডেমি ফিল্ম ফান্ডের সাফল্য উপলক্ষে অনুষ্ঠিত হলো এটি।
ওয়াশিংটনে এমপিএএ সদর দফতরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও সিনেটর ক্রিস ডাড এবং আমেরিকায় অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ক্যারোলিন মিলারের আমন্ত্রণে এ আয়োজনে অংশ নিতে গত ৪ নভেম্বর সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন ফারুকী ও তিশা। পরদিন সন্ধ্যার ঠিক আগে তারা পৌঁছান।
এমপিএএ অ্যাপসা অ্যাকাডেমি ফিল্ম ফান্ড পেয়েছিলেন ফারুকী। তাই বাংলাদেশি নতুন ধারার সিনেমা প্রবর্তক হিসেবে তাকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়। এখানে ফিল্মমেকার’স টক সেশনে অংশ নিয়েছেন তিনি।
ফারুকী ও তিশা এমপিএএ চেয়ারম্যানের কার্যালয়ে আড্ডা দিয়েছেন। পাশাপাশি অংশ নিয়েছেন অফিসিয়াল ফটোশুট ও চলচ্চিত্র প্রদর্শনীতে। এখানে আরও ছিলেন এশিয়া প্যাসিফিক এমপিএ’র সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মাইক এলিস, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মাইকেল হকিন্স।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএইচ